সোমবার ৩১ মার্চ ২০২৫ - ১২:৪৪
আসহাবিল কিসা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেদিনীপুরের কুমার্পুর গ্রামে আসহাবিল কিসা মসজিদে বিশেষ নামাজ ও শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেদিনীপুরের কুমার্পুর গ্রামে আসহাবিল কিসা মসজিদে বিশেষ নামাজ ও শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ৩১ মার্চ, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কুমার্পুর গ্রামের আসহাবিল কিসা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে ইমামতি করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব। ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তিনি ইমাম হুসাইন (আ.)-এর আদর্শ, ত্যাগ ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান এবং ঈদুল ফিতরের আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করেন। এছাড়া রমজান মাসজুড়ে মসজিদ প্রাঙ্গণে শিশুদের জন্য কোরআন ও আকায়েদ বিষয়ক বিশেষ ক্লাস ও পরীক্ষার আয়োজন করা হয়।

ঈদের নামাজ ও খুতবায় ইমাম হুসাইনের আদর্শের প্রতি শ্রদ্ধা  

মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব তাঁর খুতবায় উল্লেখ করেন, ইমাম হুসাইন (আ.)-এর সংগ্রাম মানবতার মুক্তির জন্য একটি অনন্য দৃষ্টান্ত। ঈদের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মজলুমদের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, রমজানের রোজা আমাদের আত্মশুদ্ধির পথ দেখায়, আর ঈদুল ফিতর সেই সংযমের ফসল ভাগ করে নেওয়ার উৎসব। তাঁর বক্তব্যে সামাজিক সম্প্রীতি, দানশীলতা এবং পারিবারিক বন্ধনকে গুরুত্ব দেওয়া হয়।  

রমজান মাসে শিশুদের ধর্মীয় শিক্ষা ও পুরস্কার বিতরণ 

রমজান মাসজুড়ে মসজিদ কমিটির উদ্যোগে শিশুদের জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত, নামাজের নিয়ম-কানুন এবং আকায়েদ (ইসলামি বিশ্বাস) বিষয়ক ক্লাস আয়োজিত হয়। এই প্রশিক্ষণে শিশুরা অংশ নেয়। মাসের শেষে তাদের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সাফল্যের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha